
দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার স্থানীয় সাংবাদিক মো. সোহেল রানার ‘রানা ডিজিটাল স্টুডিও’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের কবাখালী বাজার এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এ সময় ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ, একটি পোর্টেবল হার্ডডিস্ক, নিক্কন ব্র্যান্ডের ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ড নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সাংবাদিকরা বলেন, এই চুরি রহস্যজনক। প্রতিষ্ঠানে অন্যান্য দামী জিনিসপত্র রেখে ক্যামেরার মেমোরি-ল্যাপটপ ও হার্ডডিস্ক চুরি করা হয়েছ। এটি সাংবাদিকদের মধ্যে ভয়ভীতি তৈরি করার একটি অপচেষ্টা।
খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, এটি একটি রহস্যজনক চুরি। মূল্যবান জিনিসপত্র থাকতে ক্যামেরার মেমোরি-ল্যাপটপ ও হার্ডডিস্ক চুরি করা হয়েছে। কোন বিশেষ মহল কিংবা ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেগুলো জনসম্মুখে আসার আগেই অদৃশ্য করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে গভীর তদন্ত হওয়া দরকার।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, সাংবাদিক সোহেল রানা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।