গীতা শিক্ষায় এগিয়ে যাচ্ছে বোয়ালখালী: বাগীশিপ-এর উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

অভি পাল:-
২৫ এপ্রিল ২০২৫, বোয়ালখালী, চট্টগ্রাম

“বিদ্যার আলো ছড়াক ধর্মীয় শিক্ষায়”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ খাতা ও বই বিতরণ কর্মসূচি।

বোয়ালখালী উপজেলার মৃনাল ও রুনুবালা গীতা প্রশিক্ষণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেন বাগীশিপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ।

সম্মানিত প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বাগীশিপের সাধারণ সম্পাদক জনি আইচ, প্রশিক্ষণালয়ের শিক্ষক মৃনাল পারিয়াল, গীতা শিক্ষালয়ের পরিচালক রনজিৎ সেন, রুমকি সেন, শিল্পী পারিয়ালসহ অনেকে।

বক্তারা বলেন, “সনাতন ধর্মীয় মূল্যবোধ ও নীতিবোধ গড়ার জন্য শিশু-কিশোরদের গীতার শিক্ষায় উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। এই বই ও খাতা বিতরণ তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত পড়াশোনা করার অঙ্গীকার ব্যক্ত করে।বাগীশিপ-এর এমন উদ্যোগ ধর্মীয় শিক্ষাকে সম্প্রসারণের পাশাপাশি সমাজে নৈতিকতার ভিত্তিও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।