
অভি পাল: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই বিশেষ অভিযান, যেখানে হাসপাতালের গাইনি, শিশু এবং বহির্বিভাগ এলাকায় দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করে আটক করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ হাফিজুল হক জানান, অভিযানে প্রথমে প্রায় ৭০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে ২১ জনকে দালাল হিসেবে শনাক্ত করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি বলেন, “ধৃতদের মধ্যে কয়েকজন অতীতে একই অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন। দালালচক্রের সদস্যরা সাধারণ রোগীদের ভুল তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে প্রতারণা করছিলেন।”
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দীন বলেন, “দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এই হাসপাতালে রোগী পাচারে জড়িত। আমরা র্যাবের সঙ্গে সমন্বয় করে অভিযান চালাচ্ছি। এই ধরণের অভিযান নিয়মিত চালালে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ হবে।”
স্থানীয় রোগী ও স্বজনরা র্যাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “রোগী নিয়ে হাসপাতালে আসতেই দালালরা ঘিরে ধরে, এখন অন্তত কিছুটা স্বস্তি পাব।”
র্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল এলাকায় নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে দালালচক্র নির্মূলে ধারাবাহিক অভিযান চালানো হবে।