গীতা শিক্ষায় শিশু গড়লে সমাজে ছড়াবে আলো – উজ্জ্বল শুক্ল দাশ

অভি পাল:“শিশুরা যদি ছোটবেলা থেকেই গীতা শিক্ষায় গড়ে ওঠে, তবে তারা শুধু জ্ঞানী নয়, নৈতিকতা ও মানবিক গুণে সমৃদ্ধ মানুষ হয়ে উঠবে” — এ কথা বলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ। তিনি আরও বলেন, “নৈতিক শিক্ষা হলো মানুষের জীবনের আসল অলঙ্কার, যা সন্তানদের বিপদে সুরক্ষা দেয় এবং সমাজে সম্মান এনে দেয়।”

গত ৮ আগস্ট ২০২৫ ইং তারিখে পটিয়ার শ্রী শ্রী সত্য নারায়ন গীতা শিক্ষালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও কাউন্সিলিং সভায় সভাপতিত্ব করেন শিপ্রা দাশ এবং পরিচালনা করেন জুয়েল দাশ। দূর্জয়ের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম জেলার যুগ্ম-সম্পাদক ও প্রধান শিক্ষক সুমন কুমার দাশ, পটিয়া উপজেলা সভাপতি গীতানুরাগী সুচরিতা শীল, ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ এবং আমুচিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক দীপক চক্রবর্তী।

অভিভাবক প্রতিনিধি হিসেবে আলোচনা করেন স্বপ্না প্রভা, স্বপ্না, গীতা নাথ, মঞ্জু রানী, ঊষা নাথ, দীপালি নাথ, রিখা নাথ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সন্তানের সুস্থ, সুন্দর ও মানসম্মত জীবন গঠনে নৈতিক শিক্ষা অপরিহার্য। নৈতিকতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিশু বিপদগ্রস্ত হবে না, বরং মানুষের মতো মানুষ হয়ে সমাজে আলো ছড়াবে।