চো’রাচা’লানকারীদের ধাক্কা-দীঘিনালায় সেনাবাহিনীর জা’লে লক্ষাধিক টাকার সিগারেট

দূর্জয় বড়ুয়া:খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কয়েক লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ হয়েছে। গত ৮ আগস্ট রাত প্রায় ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের বেতছড়ি সাব জোনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস। সেনা সদস্যরা গভীর রাতেই সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করেন।

জানা গেছে, জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ORIS Silver, PATRONসহ বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার প্যাকেট। এসব সিগারেট অবৈধভাবে ভারত থেকে এনে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হলেও অবৈধভাবে বিক্রি হলে এর পরিমাণ আরও বেশি হতে পারত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কিছু অসাধু চক্র ভারতীয় সিগারেট চোরাপথে এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে।

এ বিষয়ে সেনাবাহিনী জানায়, “সীমান্তে চোরাচালান রোধে আমাদের নিয়মিত টহল ও নজরদারি চলছে। জাতীয় অর্থনীতি ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ পণ্য পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” সেনাবাহিনী আরও জানায়, সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং চোরাচালান কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।