
অভি পাল: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-বোয়ালখালী উপজেলার উদ্যোগে শ্রীশ্রী লক্ষ্মী-নারায়ণ সেবাশ্রম গীতা শিক্ষালয়ে শিক্ষার্থীদের মাঝে শাড়ি ও ড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন বাগীশিপ-বোয়ালখালী উপজেলার নিবেদিত সংগঠক বিপ্লব দাশ বাবু।
এ সময় শাকপুরা ইউনিয়ন ও গীতা স্কুল পরিচালনা পরিষদের আয়োজনে গীতাপাঠ, ধর্মীয় কুইজ, ভগবানের জীবনী ও লীলার উপর রচনা প্রতিযোগিতা, শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিপ-চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার দাশ, উপজেলা সভাপতি পোপন দাশ, সাধারণ সম্পাদক রূপন দাশ, যুগ্ম সম্পাদক নিখিল চৌধুরী, নির্বাহী সদস্য ও গীতা প্রশিক্ষক বিপ্লব দাশ, শাকপুরা ইউনিয়নের সভাপতি অধীর দাশ, সদস্য প্রিয়তোষ দেবনাথ অভি, আমুচিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্ত্তী, বাগীশিপ নেতা দোলন চৌধুরী, প্রিয়তমা দেবী, প্রীতি দেবী, গীতা স্কুল পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
বক্তব্যে অতিথিরা বলেন, “শ্রীকৃষ্ণের জীবন ও লীলা মানবজাতির জন্য এক অনন্ত শিক্ষার উৎস। আমাদের সন্তানদের শুধু বইয়ের জ্ঞান নয়, গীতা শিক্ষার আলোয় জীবনকে গড়তে হবে। গীতা শিক্ষা শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও ভক্তিভাব গড়ে তোলে। আজকের এই সুন্দর আয়োজন শুধু জন্মাষ্টমীর আনন্দ নয়, বরং একটি প্রজন্মকে সনাতন মূল্যবোধে আলোকিত করার প্রচেষ্টা। আমরা চাই প্রতিটি শিশু নিয়মিত গীতা স্কুলে যাক, ধর্মীয় আচারে বড় হোক এবং মানবতার পথে চলুক।”
অনুষ্ঠানে আগামী ১৬ আগস্ট জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির দিকনির্দেশনাও দেওয়া হয়।