
দখলদার কাঁদে, পথচারী হাঁটে—চট্টগ্রামে মেয়রের ঝড়!
অভি পাল:-চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকা—যেখানে জনজীবনের প্রতিদিনের পথচলা ছিল এক চরম পরীক্ষার নাম। ফুটপাত ছিল কেবল নামেই, বাস্তবে সেখানে ছিল ভ্রাম্যমাণ দোকান, পসরা সাজানো হকার আর অসহনীয় জটলা। পথচারীদের হাঁটতে হতো রাস্তায় নেমে, আর রিকশা-সিএনজি চলাচল হতো গায়ের সঙ্গে ধাক্কা